১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

ছাতকে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

admin
প্রকাশিত জুলাই ২৮, ২০১৯

Sharing is caring!

 

জামরুল ইসলাম রেজা,
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুলাই) বিকেল ৬ টায় ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মুল্লাপাড়া মসজিদের পুকুরে অজু করতে গেলে পানিতে ডুবে মো. রিয়াদ আহমেদ(০৮)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু রিয়াদ আহমদ(০৮) মুল্লাপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মহিউদ্দীনের ছেলে। স্থানিয় সুত্রে জানাযায় নিহত রিয়াদ আহমদ অজু করার জন্য মসজিদের পুকুরে গিয়ে পানিতে পরে যায়, এসময় আশেপাশে কেউ না থাকায় সে পানির নিচে চলে যায়, পরে কেউ একজন তার লাশ বেসে উটতে দেখে মৃত অবস্থা তাকে পানি তেকে তুলেন। তার মা বাবাকে বুঝানোর জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।