২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

বালাগঞ্জের পৈলনপুরের চেয়ারম্যান ‘আইসিইউ’তে

admin
প্রকাশিত জুলাই ২১, ২০১৯
বালাগঞ্জের পৈলনপুরের চেয়ারম্যান ‘আইসিইউ’তে

Sharing is caring!

হেলাল আহমদঃ
সিলেট ঢাকা মহাসড়কে ‘অজ্ঞান পার্টি’র খপ্পরে পড়ে গুরুতর আহত হয়েছেন বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন।

গতকাল রোববার (২১ জুলাই) দুপুরে মৌলভীবাজার থেকে বালাগঞ্জে আসার পথে তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রোববার (২১ জুলাই) রাত সাড়ে ১১টায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে স্থানান্তর করা হয়েছে। তিনি সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধিন রয়েছেন। তার অবস্থা অনেক সংকটাপন্ন বলে পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অসুস্থ চেয়ারম্যান মো. আব্দুল মতিনের মামা আব্দুর রহমান জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন গতকাল রোববার (২১ জুলাই) দুপুরে মৌলভীবাজার বাসা থেকে বালাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। ধারণা করা হচ্ছে বিকাল ২টা নাগাদ তিনি সিলেট ঢাকা মহাসড়কের শেরপুর থেকে ওসমানীনগর উপজেলার তাজপুরের উদ্দেশ্যে বাসে উঠেন। তাজপুর নেমে তার বালাগঞ্জ যাবার কথা ছিল। ধারণা করা হচ্ছে তাজপুর আসার আগেই তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। সিলেটগামী চলন্ত বাসটি স্থানীয় লালাবাজার এলাকায় পৌঁছার পর বাসের কণ্ট্রাক্টর ভাড়া চাইতে গিয়ে তাকে নিদ্রাচ্ছন্ন দেখতে পান। পরবর্তীতে সিলেট কদমতলী বাসস্টেশনে সকল যাত্রী নামতে শুরু করলে তাকে ডাকা হয়। এ সময় তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে বাসে থাকা যাত্রী ও পথচারীদের সহযোগিতায় বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাস থেকে উদ্ধারকালে তার সঙ্গে থাকা ২টি মোবাইলসহ টাকা পয়সা পাওয়া যায়নি। তার পকেট খালি পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরিবারের লোকজন ও উদ্ধারকারী লোকজন ধারণা করছেন, শেরপুর থেকে তাজপুর আসার আগেই পথিমধ্যে তিনি ‘অজ্ঞান পার্টি’র খপ্পরে পড়ে থাকতে পারেন।

পরবর্তীতে ফেসবুকে ছবি দেখে গুরুতর অসুস্থ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিনের পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসেন। চেয়ারম্যান মো. আব্দুল মতিনের মামা পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউপি সদস্য শিহাব উদ্দিন প্রমুখ আলাপকালে জানিয়েছেন।