২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

এমপির পক্ষ্য হতে বজ্রপাতে নিহত সাবিদুরের পরিবারকে সৌর বিদ্যুৎ প্রদান

admin
প্রকাশিত জুলাই ২১, ২০১৯
এমপির পক্ষ্য হতে বজ্রপাতে নিহত সাবিদুরের পরিবারকে সৌর বিদ্যুৎ প্রদান

Sharing is caring!

 

কৌশিক তালুকদার জামালগঞ্জ প্রতিনিধিঃ জামালগঞ্জ সদর ইউনিয়নে,কাশি পুর গ্রামের,১০ জুলাই,সকাল ১১.৩০ ঘটি কার সময়,জামালগঞ্জ কিন্ডার গার্ডেন থেকে,যাওয়ার সময় ব্রজ পাতে নিহত হয় পিতা ও পুত্র। অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন,সিলেট,সুনামগঞ্জ সংরক্ষিত আসেন মাননীয় সাংসদ সদস্য,এডঃশামীমা শাহরিয়ার এমপি। আজ দুপুর ১ঘটিকার সময় সাবিদুরের পরিবারকে সৌর বিদ্যুৎ তুলে দিলেন এডঃশামীমা শাহরিয়ার এমপি পক্ষ থেকে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক ও জামালগঞ্জ উপজেলা কৃষকলীগ নেত্রী বৃন্দ জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগ এবং জামালগঞ্জ উপজেলা সজীব ওয়াজেদ জয় পরিষদ।