২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

সীতাকুণ্ডে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৪০টি ঘর

admin
প্রকাশিত জুলাই ২০, ২০১৯
সীতাকুণ্ডে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৪০টি ঘর

Sharing is caring!

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

সীতাকুণ্ডে আগুনে পুড়ে গেছে ৪০ টি ব্যাচেলর ঘর। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শনিবার দুপুর দুইটার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাটস্থ সোনারগাঁও পেট্টোল পাম্পের পশ্চিমে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, স্থানীয় তসলিম উদ্দিনের মালিকানাধীন ৪০ টি ব্যাচেলর ঘরে ভাড়ায় থাকতো শিপ ব্রেকিং ইয়ার্ডের শ্রমিকরা। দুপুরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগলে তা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে।

তাসলিম উদ্দিন জানান, তার ভাড়া ঘরে সবগুলো পুড়ে ছাই হয়ে গেছে এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার সোলতান মাহমুদ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত।