Sharing is caring!

কৌশিক তালুকদার জামালগঞ্জ প্রতিনিধিঃ জামালগঞ্জ উপজেলা ফেনারবাঁক ইউনিয়নের,৫ নাং ওয়ার্ডর শান্তিপুর গ্রামের,ভানু মিয়া (৪০),সুমন মিয়া(১৪),জেলে বানু মিয়া ভোরে হাওরে মাছ ধরতে গেলে,হঠাৎ কাল মেঘ দেখা দেয় এবং বৃষ্টির সাথে ব্রজপাতে,৬.২০ মিনিটের বানু মিয়া ও তার পুত্র নিহত হয়।
ব্রজপাতে নিহত বানু মিয়া খবর শুনতে পেয়ে সেখানে উপস্থিত হলেন হাওর অঞ্চলের হাওর কন্যা মানবতার নেত্রী সিলেট সুনামগঞ্জ সংরক্ষিত আসনের মহিলা সাংসদ সদস্য এডঃশামীমা শাহরিয়ার এমপি।তিনি বলেন স্বজন হারানোর যে কষ্ট তা শান্তনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছি। তিন স্বামী ও সন্তান হারা মাকে কী ভরসা দেই আমি। কিছু দিন আগে জামালগঞ্জ উপজেলায় পৃর্বে তাহিরপুর উপজেলা তিনি বলেন ব্রজ নিরোধক দন্ড স্থাপন করার জন্য আমি আজই কথা বলেছি মাননীয় দুর্যোগ প্রতিমন্ত্রী,মূখ্যসচিব মহোদয়ের, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে। আর্থিক সহায়তা জন্য তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বরাবর একটি দরখাস্ত করবেন।এবং নিজ তহবিল থেকে কিছু টাকা তুলে দিলেন পরিবারকে।