২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

কক্সবাজারে মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০১৯
কক্সবাজারে মাদক ব্যবসায়ী গ্রেফতার

Sharing is caring!

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

কক্সবাজার শহরের বাহারছড়ার মাদক সম্রাট মো. আলীকে (৪৬) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

আজ বুধবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে শহরের পশ্চিম বাহারছড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. আলী শহরের পশ্চিম বাহার ছড়া এলাকার মৃত ফজল করিম প্রকাশ আলীর বাপের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন খন্দকার বলেন, ‘গ্রেফতার মো. আলীর বিরুদ্ধে মাদকের মামলাসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

স্থানীয়দের অভিযোগ, গ্রেফতার মো. আলী বহু বছর ধরে মাদকের ব্যবসা করে আসছে। এমনকি তার পরিবারের ১০ সদস্যের সকলেই এ পেশার সাথে যুক্ত।

মো. আলী তার বাড়িকে মিনিবার হিসেবে ব্যবহার করে সেখানে রাত-দিন নিয়মিত মদ ও ইয়াবা সেবনকারীদের আসর বসাতো। একই অভিযোগে পুলিশ কিছুদিন আগে মো. আলীর ছোট ভাই কেরামত আলীকেও গ্রেফতার করে।