Sharing is caring!

পুনম শাহরীয়ার ঋতুঃগাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদের ডুবাইল বিলের পানিতে ডুবে রোববার দুপুরে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত রুবেল হোসেন গাজীপুরের কোনাবাড়ী দেউলিয়াবাড়ি আঞ্জুমান পেট্রল পাম্প এলাকার রবি মিয়ার ছেলে ও ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র।
নিহতের বন্ধু নওশাদ জানান, ১৩ জন বন্ধু কালিয়াকৈর উপজেলার মকশ বিলে বেড়ানোর উদ্দেশ্যে শ্যালো নৌকা দিয়ে যাচ্ছিলাম। এ সময় তুরাগ নদীর ডুবাইল বিল এলাকায় সাঁতার কাটতে রুবেল ও শাহান ঝাঁপ দেয়। প্রায় ১০ মিনিট সাঁতার কাটার পর তারা ক্লান্ত হয়ে পড়ে এবং পানিতে তলিয়ে যেতে থাকে। নৌকায় থাকা অপর বন্ধুরা এগিয়ে গিয়ে শাহানকে উদ্ধার করতে পারলেও রুবেল ডুব যায়। পরে ৯৯৯ এ কল দিয়ে সাহোয্যের আবেদন করি।
খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরিরা রোবরার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও মরদেহ উদ্ধার করতে পারেনি