Sharing is caring!

আব্দুল করিম, চট্টগ্রাম ঃঅতি বৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীতে সৃষ্ট জলাবদ্ধতার প্রকটতায় পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সরাতে কাজ শুরু করেছেন সেনা সদস্যরা।
রবি বার (১৪ জুলাই) ভোর থেকে ভারী বর্ষণের কারণে নগরের বিভিন্ন সড়কে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামে মেগা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীর ৪০ জন সদস্য ৪ টি টিমে ভাগ হয়ে কাজ শুরু করেন।-বাসস
এরমধ্যে নগরীর প্রবর্তক মোড়-কাপাসগোলাতে ১টি, জিইসি-দু’নম্বর গেট এলাকায় ১টি এবং মুরাদপুর ও বহদ্দারহাটে ১টি করে টিম কাজ করছে। এর আগে মেগা প্রকল্পের কাজের অংশ হিসেবে সেনাবাহিনী নগরের বেশ কয়েকটি খাল ও ড্রেন পরিষ্কার করে। সেই সঙ্গে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষও (চউক) অবৈধ খাল সংস্কারে উচ্ছেদ অভিযান চালায়। তবে তা পর্যাপ্ত না হওয়ায় এবারও বর্ষায় নাকাল হতে হচ্ছে নগরবাসীকে।
চউকের প্রকৌশলী ও প্রকল্পের পরিচালক আহমেদ মাঈনুদ্দীন বলেন, বৃষ্টি বেশি হওয়ায় শহরের অনেক এলাকায় পানি ওঠে গেছে। এসব এলাকাগুলো অগ্রাধিকারের ভিত্তিতে চিহ্নিত করে কাজ শুরু করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লে. কর্নেল শাহ আলী বলেন, বৃষ্টি শুরুর পর থেকে ৪০ জন সদস্য চারটি টিমে ভাগ হয়ে কাজ করছে। তারা দ্রুত পানি সরানোর পাশাপাশি পরবর্তীতে কী ভাবে কাজ করতে হবে এসব বিষয় দেখছে। ইতোমধ্যে এসব পয়েন্টে পানি জমার কারণ চিহ্নিত হয়েছে। পানি নেমে গেলে সে অনুযায়ী কাজ শুরু হবে।