১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জের,ধীরেন্দ্র হাইস্কুল এখন পানির নিচে

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০১৯
জামালগঞ্জের,ধীরেন্দ্র হাইস্কুল এখন পানির নিচে

Sharing is caring!

 

কৌশিক তালুকদার জামালগঞ্জ প্রতিনিধিঃজামালগঞ্জ উপজেলা, বেহেলী ইউনিয়নের ধীরেন্দ্র চন্দ্র হাইস্কুল পৈন্ডব সাত গ্রামের। অতিবৃষ্টি ফলে পাহাড়ি ঢ’লের কারনে,বন্যায় কবলিত হয় স্কুল টি,পানি উঠে যায় স্কুলের ভিতরে।পানি থাকার কারনে স্কুল টি এখন বন্ধ। বন্যায় কারনে স্কুলের বসত বাড়ি মাটি ভঙ্গে যায়,যা পানি চলে গেলেও স্কুল চালু করতে পারবেন না। তাই এলাকাবাসী বলেন,আমরা সাধারন ও অবহেলিত মানুষ। পানি যাওয়ার সাথে সাথে পূনরায় ব্যবস্থা নেওয়ার জন্য এম,পি মহোদয় ও উপজেলা নির্বাহী অফিস স্যার এবং জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান মহোদয় গনের এর সুদৃষ্টি কামনা আশা করেন তারা।