২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অচেনা যুবকের লাশ উদ্ধার

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০১৯
কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অচেনা যুবকের লাশ উদ্ধার

Sharing is caring!

 

পুনম শাহরীয়ার ঋতু,বিশেষ প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর উপজেলার মদনখালী এলাকায় তুরাগ নদী থেকে শনিবার (১৩ জুলাই) দুপুরে অচেনা এক ব্যক্তির উলঙ্গ অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের দিক থেকে গাজীপুর মুখী তুরাগ নদী দিয়ে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ দুপুরে কালিয়াকৈর উপজেলার মদনখালি এলাকায় তুরাগ নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে।

পরে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর। তার পড়নে কোনো জামাকাপড় ছিল না।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম জানান, টাঙ্গাইলের দিক থেকে তুরাগ নদী দিয়ে লাশ ভেসে যেতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে মদনখালি এলাকায় তুরাগ নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে