১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

খুলশীতে আগুণের ধোঁয়ায় হোটেল কর্মচারী নিহত

admin
প্রকাশিত জুলাই ১৩, ২০১৯
খুলশীতে আগুণের ধোঁয়ায় হোটেল কর্মচারী নিহত

Sharing is caring!

 

আল আমিন চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর খুলশী থানার ফয়েজ লেক এলাকায় আবদ্ধ রুমে আগুণের ধোয়ায় খোকন দত্ত নামে এক হোটেল কর্মচারী নিহত হয়েছে। নিহত খোকনের বাড়ী আনোয়ারা উপজেলায়।

আজ শনিবার (১৩জুলাই) আবাসিক হোটেল ফোর সিজন সোনালীতে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপপরিচালক জসিম উদ্দিন অভিযোগ নিউজকে বলেন, খোকন একটি রুমে ঘুমিয়ে ছিলো । সেই রুম থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া দেখে লোকজন পুলিশে খবর দেয়। প্রচুর পরিমাণে ধোঁয়ার কারনে পুলিশ তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার স্টেশনে খবর দেয়। পরে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। নিহতের লাশ মেডিকেল মর্গে রয়েছে। তবে কিসের ধোয়া তাৎক্ষণিক তিনি জানাতে পারেননি।