২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

কুলিয়ারচরে দু’পাড়ার বিরোধের জের! এক শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ও ভংচুরের অভিযোগ

admin
প্রকাশিত জুলাই ৯, ২০১৯
কুলিয়ারচরে দু’পাড়ার বিরোধের জের! এক শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ও ভংচুরের অভিযোগ

Sharing is caring!

 

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দু’পাড়ার বিরোধের জের ধরে এক শিক্ষা প্রতিষ্টানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (৮জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লক্ষ্মীপুর ছমিউল্লাহ পাড়া সংলগ্ন প্রতিষ্টিত আলহাজ্ব জালাল উদ্দিন কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

ছমিউল্লাহ পাড়ার মোঃ উসমান মিয়ার পুত্র মোঃ মোবারক হোসেন (৩০) ও মৃত: শরিয়ত উল্লাহ’র পুত্র মোঃ আবু তাহের (৪৭) অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ওই দিন সন্ধ্যায় লক্ষ্মীপুর দেইরাকান্দা পাড়ার বাদশা মিয়ার পুত্র আলম (৩২), মৃত: নূর চাঁন মিয়ার পুত্র সাইফুল (২০), বশু মিয়ার পুত্র স্বাধীন (১৯) ও মোঃ নবী হোসেনের পুত্র মোঃ জামাল উদ্দিন (২৬) দের নেতৃত্বে দেইরাকান্দা গ্রামের লোকজন দেশীয় অস্ত্রাদী নিয়ে তাদের ছমিউল্লাহ পাড়ায় হামলা চালিয়ে বেশ কয়েকটি ঘরসহ পার্শবর্তী আলহাজ্ব জালাল উদ্দিন কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটে হামলা করে ভাংচুর করে।

এব্যাপারে আলহাজ্ব জালাল উদ্দিন কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট এর প্রিন্সিপাল মোঃ মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে দেখি প্রতিষ্টানের টিনসেট ঘরের বিভিন্ন স্থানে ভাংচুরের চিহ্ন। হামলা ঘটনার সম্পর্কে পার্শবর্তী বাড়ীঘরের লোকজনের কাছ থেকে জানতে পারি লক্ষ্মীপুর দেইরাকান্দা পাড়ার লোকজন হামলা করে প্রতিষ্টানটি ভাংচুর করেছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও কুলিয়ারচর থানা পুলিশকে অবগত করা হয়েছে।