১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম কলেজ ছাত্রী নিখোঁজ, ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি

admin
প্রকাশিত জুলাই ৯, ২০১৯

Sharing is caring!

আব্দুল করিম, চট্টগ্রাম : নগরীর চকবাজারে কোচিং সেন্টার থেকে ফেরার পথে তাসলিমা আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছে। সোমবার(৮ জুলাই) চকবাজার গুলটার টাওয়ারের মেডিকেল ভর্তি কোচিং থেকে বের হয়ে হারিয়ে যান এই ছাত্রী। এনিয়ে চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার। এদিকে অপহরণের পর এই ছাত্রীর ভাইকে ফোন দিয়ে মুক্তিপণ বাবদ ৩০ হাজার টাকা দাবি করা হয়েছে। সোমবার রাত ১০ টার দিকে একটি এয়ারটেল নাম্বার থেকে একজন ব্যক্তি ফোন দিয়ে এই চাঁদা দাবি করেন। এই বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, তাসলিমা নামে মেয়েটির নিখোঁজ হওয়ার বিষয়ে চকবাজার থানায় একটি সাধারণ ডায়রি করেছে পরিবার। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।