১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হাফিজ ক্বারি ছাদিকুর রহমান, বাঁচার আকুতি

admin
প্রকাশিত জুলাই ৮, ২০১৯
সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হাফিজ ক্বারি ছাদিকুর রহমান, বাঁচার আকুতি

Sharing is caring!

 

জামরুল ইসলাম রেজা, ছাতকঃ-
দোয়ারা বাজারের নরসিংপুর-শ্রীপুর সড়কে দ্রুতগামি মোটর সাইকেল চাপায় গুরুতর আহত হন হাফিজ ক্বারি ছাদিকুর রহমান(২৪)নামের এক ব্যাক্তি। তিনি দোয়ারা বাজার উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত মাফিজ উল্লার পুত্র। স্থানিয় সুত্রে জানা যায় গত ৫/০৭/২০১৯ তারিখে, স্থানিয় নরসিংপুর বাজার হতে তিনি নিজ বাড়িতে যাওয়ার সময় অটোরিক্সা ও মোটরসাইকেল এর ধাক্কায় গুরুতর আহত হয়ে বর্তমানে সিলেট আল-হারামাইন হাসপাতালে আই.সি.ইউ তে আছেন।ডাক্তার বলেছে উনার অবস্থা খুব খারাপ তবে অপারেশন করলে আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠতে পারেন। কিন্তু অপারেশন এর জন্য ৪ লক্ষ্য টাকার প্রয়োজন, উনি ছোট একটা মসজিদের খেদমত করেন,তাই এত টাকা বহন করতে পারছেন না। এ কথা শুনে স্থানিয় বন্ধু মহল সামাজিক যোগাযোগের মাধ্যমে সাহায্যের জন্য টাকা কালেকশন করতেছেন, তারা সবার কাছে সাহায্যের আবেদন করতেছেন, ছাদিকুর রহমান কে বাঁচাতে আপনারাও সাহায্যের হাত বাড়ান।
যোগাযোগ করার অনুরুধ রইল,
বিকাশ: 01757378965-হোসাইন (পারসোনাল),
+880 1763-508557-সজিব, 01725747161-শুভ।
আপনাদের সাহায্যে হয়তো বেঁচে যেতে পারে এক জন হাফিজের তাঁজা একটি প্রাণ। তাই সকলের প্রতি সাহায্যের অনুরুধ রইল।