২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

হাওরে মাছ ধরতে গিয়ে মন্তাজ আলী নামের এক ব্যাক্তি নিখোঁজ

admin
প্রকাশিত জুলাই ৭, ২০১৯
হাওরে মাছ ধরতে গিয়ে মন্তাজ আলী নামের এক ব্যাক্তি নিখোঁজ

Sharing is caring!

 

জামরুল ইসলাম রেজা ছাতক প্রতিনিধিঃ-
ছাতকে হাওরে মাছ ধরতে গিয়ে মন্তাজ আলী(৬৫) নামের এক মুক্তিযোদ্ধা হাওরের পানিতে নিখোঁজ রয়েছেন। ঘটনায় প্রায় একদিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। শনিবার বিকেলে বাড়ির পাশ্ববর্তী হাওরে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন। মন্তাজ আলী উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছৈদাবাদ গ্রামের মৃত মরম আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষার পানিতে মাছ শিকার করতে জাল নিয়ে একটি কাঠবডির ছোট নৌকা যোগে বাড়ি সংলগ্ন গোয়া-পাগুয়া হাওরে যান মুক্তিযোদ্ধা মন্তাজ আলী। সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে এলে তিনি বাড়ি ফিরে না আসায় তাকে খোঁজতে হাওরে যায় তার পরিবারের লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে গোয়া-পাগুয়া হাওরের পানিতে মানুষ বিহীন নৌকাটি ভাসতে দেখা গেলেও মুক্তিযোদ্ধা মন্তাজ আলীকে খোঁজে পাওয়া যায়নি। স্থানীয় লোকজন হাওরের পানিতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান করতে পারেনি। ছাতক থানার ওসি(তদন্ত) আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।