১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

ভোলা তজুমদ্দিনে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে দুই ডাকাত আটক

admin
প্রকাশিত জুলাই ১, ২০১৯
ভোলা তজুমদ্দিনে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে দুই ডাকাত আটক

Sharing is caring!

 

বিশেষ প্রতিনিধি :
ভোলার তজুমদ্দিনে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে দুই ডাকাত আটক হয়েছে। আটককৃত দুই জনের বাড়ী নোয়াখালীর হাতিয়া উপজেলায়। পরে পুলিশের কাছে সোপর্দ করলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
থানা সুত্র জানায়, শনিবার দিবাগত রাত ১০ টা ৫০মিনিটের দিকে উপজেলার চৌমুহনী বাজারের পশ্চিম পাশে রুহুল আমিন মিঝির সুপারী বাগানে সংঘবদ্ধ একটি চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া করে দু’জনকে হাতেনাতে আটক করে। আটককৃতরা হলো, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার আদর্শ গ্রামের বেলায়েতের ছেলে মোঃ শাহাবুদ্দিন (২৬) ও একই উপজেলার মধ্য মজলিশপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোঃ ইরাজ ওরফে সুজন (২৫)। এ সময় তাদের কাছে দা, রড, গাবের লাঠি ও মারিচের গুড়া পাওয়া যায়। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে। স্থানীয় জেলে মোঃ বাছেদ বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ তাদেরকে জেল হাজতে পাঠায়।