১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

গাইবান্ধায় মা ও শিশু যত্ন প্রকল্পের নামে অনিয়ম, টাকা আত্মসাতের অভিযোগ

admin
প্রকাশিত জুন ২৭, ২০১৯
গাইবান্ধায় মা ও শিশু যত্ন প্রকল্পের নামে অনিয়ম, টাকা আত্মসাতের অভিযোগ

Sharing is caring!

জাহিদুল ইসলামঃ গাইবান্ধা জেলা প্রতিনিধি
প্রকল্পের সীমাহীন অনিয়ম বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে দুপুরে, সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন পালন করেছে বাসদ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
তাদের অভিযোগ, মা ও শিশু যত্ন প্রকল্পে সুবিধাভোগের কথা বলে, প্রত্যেকের কাছ থেকে ২ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে মালিবাড়ি ইউপি চেয়ারম্যান ও সদস্যরা। তবে, অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান আলী আজম শাহ রুনু।