Sharing is caring!

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের স্থগিত হওয়া কমিটির সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের উপর হামলা করেছে তাদের প্রতিপক্ষ দল।তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনার জেরে দেব পাহাড় ও গোলজার মোড়ে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে।
বুধবার (২৬ জুন) রাত ৯টার দিকে চট্টগ্রাম কলেজ হোস্টেল গেটে তার উপর হামলা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে যেন আইন-শৃঙ্খলার অবনতি না হয় সেজন্য আমরা সতর্ক আছি জানিয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, রাতে কলেজ ছাত্রলীগের নেতা বেলালের নেতৃত্বে ১০-১২ জন মিলে সুভাষ মল্লিক সবুজকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া জানান, সবুজ নামে চট্টগ্রাম কলেজের এক ছাত্র জরুরি বিভাগে ভর্তি হয়েছেন। তার চিকিৎসা চলছে।
এদিকে স্থানীয়রা জানান, আচমকা ছাত্রলীগ-যুবলীগ মিছিল সহকারে চকবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করেছে। পরে খবর পাওয়া গেছে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর হামলাকে কেন্দ্র করে তারা ভয়-ভীতি সৃষ্টি করছে।