১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সকল সৌদি প্রবাসীকে এবশের অ্যাপে রেজিস্টার করতে আদেশ প্রদান

admin
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২০
সকল সৌদি প্রবাসীকে এবশের অ্যাপে রেজিস্টার করতে আদেশ প্রদান

Sharing is caring!

Manual7 Ad Code

মনির সরকার,সৌদি আরব প্রতিনিধি :-

সৌদি আরবের ডিরেক্টর জেনারেল অফ পাসপোর্ট (যাজাওয়াত) গত বুধবার এক সভায় দেশে অবস্থিত সকল প্রবাসীকে যত দ্রুত সম্ভব এবশের অ্যাপ এ রেজিস্টার করার জন্য বলেন।

 

Manual4 Ad Code

 

সকল সৌদি প্রবাসীকে এবশের অ্যাপে রেজিস্টার এর আহ্বান!

 

 

এবশের অ্যাপে রেজিস্টার করার মাধ্যমে প্রবাসীরা খুব সহজেই তাদের কোম্পানির বিভিন্ন সার্ভিস বা ব্যবস্থার সম্পর্কে জানতে পারবে ও আপডেট থাকতে পারবে।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

 

এছাড়াও, এবশের অ্যাপ এর মাধ্যমেই পাসপোর্ট, ভিসা, ইত্যাদি বিষয়ক সেবা তারা ঘরে বসেই লাভ করতে হবে, যাযাওয়াত অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না।

 

 

এছাড়াও এবশের অ্যাপ এ রয়েছে এক্সিট ভিসা ইস্যু, গাড়ির মালিকানা পরিবর্তন করার সুবিধা, বিজনেস ভিসার মেয়াদ বাড়ানোর সুবিধাসহ আরো অনেক কিছু।

Manual8 Ad Code