৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চাটখিলে মা ইলিশ সংরক্ষণ অভিযান-ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০২২
চাটখিলে মা ইলিশ সংরক্ষণ অভিযান-ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

Sharing is caring!

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে শুক্রবার (০৭ অক্টোবর) বিকেলে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ উপলক্ষ্যে ভ্রাম্যমান আদালত ও অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। আদালত সূত্রে জানা যায়, উপজেলার শাহাপুর বাজার, ১১নং পোল সহ বিভিন্ন বাজারে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। বিকেলে চাটখিল বাজারে মা ইলিশ সংরক্ষণ সচেতনতামূলক প্রচারনা করা হয়। মা ইলিশ সংরক্ষণ সচেতনতামূলক অভিযান পরিচালনাকালীন উপজেলার কোথায় কোন মৎস্য ব্যবসায়ীর কাছে ইলিশ মাছ পাওয়া যায়নি। পরে চাটখিল মাছ বাজার গলি ও ব্যাংক গলিতে রাস্তা দখল করে ফুটপাতে দোকান বসানোর দায়ে ১৫ ব্যবসায়ী থেকে ২৩হাজার ৫০০টাকা জরিমানা আদায় করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া জানান চাটখিল পৌর শহরের যানজট নিরসনকল্পে অবৈধভাবে ফুটপাত দখলমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট ও থানা পুলিশের একটি টিম।

বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করছেনঃ স্টাফ রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু। গাইবান্ধার পলাশবাড়ীতে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার রা‌তে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর শুভ উ‌দ্বোধন করেন রংপুর বিভাগীয় ক‌মিশনার মোঃ জা‌কির হো‌সেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পলাশবাড়ী উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম ম্কে‌ছেদ চৌ ধুরী বিদ‌্যুৎ, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কামরুল হাসান,পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, সহকারী কমিশনার ভুমি মাহমাদুল হাসান, থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান ছাড়া বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস পরিদর্শন ও বৃক্ষরোপন করেন।