Sharing is caring!

ঢাকা থেকে প্রকাশিত ও বহুল প্রচলিত, অনিয়ম ও অপরাধ বিষয়ক জাতীয় সাপ্তাহিক “অভিযোগ” পত্রিকায় পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন উদীয়মান তরুণ সাংবাদিক মোঃ রাজিব হোসেন তালুকদার (সুজন)।
তিনি পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের পুকুরজানা গ্রামের মধ্যেবৃত্ত এক মুসলিম পরিবারে ১৯৯৮ সালের ৪ এপ্রিল জন্মগ্রহণ করেন।
তার পিতার নাম— মোঃ মোশাররফ হোসেন তালুকদার, মাতা—মোসাঃ কাজলী বেগম।
বর্তমানে তিনি, “দৈনিক মুক্তি” (অনলাইন)— পটুয়াখালী জেলা প্রতিনিধি, “রূপসী বাংলা টিভি” (আইপি টিভি)— পটুয়াখালী জেলা প্রতিনিধি, ও “AN TV–আলোকিত নিউজ টিভি” (অনলাইন)— স্টাফ রিপোর্টার, এছাড়াও বিভিন্ন পত্রিকা ও চ্যানেলে সততার সাথে কাজ করে আসছে।
তিনি জাতীয় সাপ্তাহিক “অভিযোগ” পত্রিকায় পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পাওয়ায় পত্রিকা কতৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে পটুয়াখালী জেলার সকল হালচিত্র পত্রিকায় তুলে ধরার জন্যে পটুয়াখালী জেলার সকল জনগণ, সহকর্মী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন। যেকোনো তথ্য জানাতে বা জানার জন্যে “০১৮৪৮-০৪০৯৭৩” এই নাম্বারে যোগাযোগ করতে বলা হলো।