২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি

প্রবাসী ভাইয়ের ডেড বডি কেন বাংলাদেশের নেওয়া হলো না জবাব চাই সরকারের কাছে ?

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২০
প্রবাসী ভাইয়ের ডেড বডি কেন বাংলাদেশের নেওয়া হলো না জবাব চাই সরকারের কাছে ?

Sharing is caring!

ফাইল ছবি

 

মহিবুল ইসলাম( রাজু),বিশেষ প্রতিনিধিঃ

মালদ্বীপ প্রবাসী,, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা রতনপুর গ্রামের মোহাম্মদ আবু মিয়া (২৮) পিতা মোহাঃ বজলু মিয়া ,গত শুক্রবার রাত ১১ টার সময় নিজ রুমে হঠ্যাৎ ইন্তেকাল করেছে।

 

মালদ্বিপ প্রবাসিরা দুক্ষ প্রকাশ করে বলেন যে প্রবাসীদেরকে দিয়ে বাংলাদেশে এত উন্নত সে প্রবাসী ভাই প্রবাসের মাটিতে মারা গেলে কেন বাংলাদেশের সরকার সরকারি খরচে প্রবাসী ভাইদের ডেড বডি কেন বাংলাদেশ নেওয়া হয়না।

 

উন্নয়নের বাংলাদেশ যে উন্নয়নে আমরা সকল প্রবাসীরা আত্মহারা হয়ে গেলাম প্রবাসী ভাইয়েরা প্রবাসের মাটিতে মারা গেলে উন্নয়নের সরকারের কাছ থেকে প্রবাসীদের ডেড বডি টা বাংলাদেশ নেওয়ার মতন কোন টাকা পয়সা নেই সরকারের কাছে, উন্নয়নের সরকারের কাছে থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না কি সুন্দর উন্নয়ন আজ প্রবাসীরা মারা গেলে প্রবাসের মাটিতে দাফন করতে হয়, হায়রে আমার সোনার বাংলাদেশ,

আজ প্রবাসি ভাইটাকে মাটি দিতে হয় ধিক্কার জানাই এরকম উন্নয়নকে।

 

মাননীয় প্রধান মুন্ত্রি জননেত্রী শেখ হাসিনা বলেছেন কোন প্রবাসি মারা গেলে ৩লক্ষ করে টাকা পাবে,কিন্তু মালদ্বিপ প্রবাসিদের দাবি আমরা টাকা চায়না আমার বিদেশে মারা গেলে যাতে আমাদের লাশটা দেশের মাটিতে পৌছাতে পারে এটাই জোর দাবি জানাই।