১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

শাহাজালাল প্রবাসী সংগঠন লেবাননের কেন্দ্রীয় কমিটির মাসিক সভা – রবিবার

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২০
শাহাজালাল প্রবাসী সংগঠন লেবাননের কেন্দ্রীয় কমিটির মাসিক সভা – রবিবার

Sharing is caring!

 

হেলাল আহমদ,লেবানন প্রতিনিধিঃ

শাহাজালাল প্রবাসী সংগঠন লেবাননের সকল সম্মানিত সদ্যসদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আসছে আগামী ১২/০১/২০২০ইং রোজ রবিবার ০২:০০ ঘটিকার সময় আল কোলায় শ্রমিক ইউনিয়ন Fenasol এর তৃতীয় তলায় সংগঠনের জরুরী মাসিক সভা অনুষ্ঠিত হবে। তাই উক্ত সভায় উপস্হিত থাকার জন্য সংগঠনের কেন্দ্রয় পরিচানলা পরিষদ এবং মাসিক চঁাদা সহ প্রতেক শাখার দায়িত্ব শীল নেতৃবৃন্দকে যথা সময়ে এতে সবাইকে উপস্হিত থাকার জন্য শাহাজালাল প্রবাসী সংগঠনের প্রচার সম্পাদক মোঃআব্দুল হান্নান অনুরোধ জানিয়েছেন।