২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে প্রধানমন্ত্রীর জন্ম বাষির্কী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০১৯
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর জন্ম বাষির্কী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Sharing is caring!

 

সিফাতুল্লাহ,শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা: সামিল উদ্দিন আহমদ শিমুলের উদ্যোগে সাংসদের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের আওয়ামীলগি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তরা প্রধান মন্ত্রী শেখ হাসিনার জীবনী নিয়ে আলোকপাত করেন এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা ও দেশ ও জাতির উন্নয়ন কামনা করে মনাকষা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফের নেতৃত্বে বিশেষ মোনাজাত করা হয়।
অন্যদিকে শিবগঞ্জ পৌর এলাকার ডাকবাংলো চত্তরে পৌর আওয়ামীলীগ,ছাত্রলীগ,বঙ্গবন্ধু পরিষরে উদ্যোগে এক আলোচনাসভা ,মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষওে চেয়ারম্যান সৈয় নজরুল ইসলাম।এসময় শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগ,উপজেলা ও পৌর ছাত্রলীগ,পৌর আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন