Sharing is caring!

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিদিঃ
ঝালকাঠিতে জেলা বিএনপির উদ্যোগে দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৮/০৯/২০১৯ইং তারিখ শনিবার সকালে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে ইন্টার ন্যাশনাল ডেমোক্রেসি’র সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক অ্যডভোকেট মিজানুর রহমান মুবিন ও নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, নলছিটি উপজেলা বিএনপির সহসভাপতি এনায়েত করিম। মিশুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো সফিকুল ইসলাম জুয়েল ও অ্যাডভোকেট সাকিনা আলম লিজা।
কর্মশালায় নলছিটি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৫ জন নেতাকর্মী অংশ নেয়।
কর্মশালা পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী দ্বীপু হাফিজুর রহমান।