১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

ঝালকাঠি জেলা বিএনপির গণতন্ত্র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০১৯
ঝালকাঠি জেলা বিএনপির গণতন্ত্র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়

Sharing is caring!

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিদিঃ

ঝালকাঠিতে জেলা বিএনপির উদ্যোগে দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৮/০৯/২০১৯ইং তারিখ শনিবার সকালে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে ইন্টার ন্যাশনাল ডেমোক্রেসি’র সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক অ্যডভোকেট মিজানুর রহমান মুবিন ও নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, নলছিটি উপজেলা বিএনপির সহসভাপতি এনায়েত করিম। মিশুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো সফিকুল ইসলাম জুয়েল ও অ্যাডভোকেট সাকিনা আলম লিজা।

কর্মশালায় নলছিটি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৫ জন নেতাকর্মী অংশ নেয়।

কর্মশালা পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী দ্বীপু হাফিজুর রহমান।