Sharing is caring!

নাইম উদ্দি,পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
পোরশায় ১০০গ্রাম গাঁজাসহ নাজমুল (২০) মোকছেদুল(৩২) নামে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত নাজমুল উপজেলার ছাওড় ইউপির পারিলা গ্রামের সিরাজুলের ছেলে ও মোকছেদুল বড়গ্রাম ইউপির সাধের ডাঙ্গা গ্রামের মৃতঃ কছের আলীর ছেলে।
থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধায় তার নেতৃত্বে এএসআই মাসুদ কুসুমকুন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করেন।
এসময় তারা গাঁজা গুলি বিক্রির জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বড়দাদপুরে নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
অপরদিকে শুক্রবার রাতে এসআই শিতল উপজেলার বড়গ্রাম বাজারে অভিযান চালিয়ে মনিরুল(২৭) নামের এক ওয়ারেন ভুক্ত আসামীকে আটক করেন। মনিরুল বাংধারা গ্রামের আঃ রহমানের ছেলে
আটককৃতদের শনিবারে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে বড়গ্রাম বাজার থেকে আটক করা হয়েছে এবং শনিবারে তাদেরকে জেলে পাঠানো হয়েছে।