Sharing is caring!

সিকদার লিটন,বিশেষ প্রতিবেদক :
বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন আগামীকাল (২৮ সেপ্টেম্বর)। এ উপলক্ষে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম্মা শেখ হাসিনার দীর্ঘায়ু ও বাংলাদেশের উন্নতি এবং সমৃদ্ধি কমনা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুলসহ আওয়ামী লীগ ও ঢাকা মহানগরের কেন্দ্রীয় নেতারা। এছাড়াও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজধানীর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।