১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় পুলিশ সাথে ছিনতাইকারীর বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার ১

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০১৯
চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় পুলিশ সাথে ছিনতাইকারীর বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার ১

Sharing is caring!

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

নগরীতে বন্দুকযুদ্ধের পর এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে নগরীর টাইগার পাস এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জানান খুলশী থানার ওসি প্রণব চৌধুরীর।

আহত মো. রাজু (২৬) খুলশী থানার মতিঝর্ণা এলাকার জালাল মাঝির ছেলে। তাকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলছে, রাজু একজন পেশাদার ছিনতাইকারী। ছিনতাই ছাড়াও ডাকাতি, হত্যা ও মাদকের কারবারের অভিযোগে চারটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

ওসি প্রণব চৌধুরী বলেন, একদল ছিনতাইকারী টাইগার পাস বালুর মাঠ এলাকায় অবস্থান করছে খবর পেয়ে খুলশী থানা পুলিশের একটি দল রাতে সেখানে অভিযানে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা গুলি করে এবং ঢিল ছুড়তে থাকে।

পুলিশও আত্মরাক্ষার জন্য চার রাউন্ড গুলি ছোড়ে। কিছু সময় গোলাগুলির পর কয়েকজন ছিনতাইকারী পালিয়ে যায়। পরে সেখান থেকে ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় রাজুকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, এই অভিযানে দুই পুলিশ সদস্যও আঘাত পেয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলি ও দুটি ছুরি উদ্ধার করার তথ্য দিয়েছেন ওসি।