১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

টগরবন্দ ইউনিয়নের সীমানা নিয়ে মিথ্যাচার, মেম্বার ওবায়দুর কে গ্রেপ্তারপূর্বক যথাযথ বিচার চায় এলাকাবাসী

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০১৯
টগরবন্দ ইউনিয়নের সীমানা নিয়ে মিথ্যাচার, মেম্বার ওবায়দুর কে গ্রেপ্তারপূর্বক যথাযথ বিচার চায় এলাকাবাসী

Sharing is caring!

শিকদার লিটন, বিশেষ প্রতিনিধি ::

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার আওয়ামীলীগের ঘাটি টগরবন্দ ইউনিয়ন পরিষদ এর চর আজমপুর চরডাঙ্গা আজ নদীগর্ভে বিলীনের পথে। ফরিদপুর ১ আসনের বর্তমান মাননীয় সংসদ সদস্য মঞ্জুর হোসেন বুলবুল এই ইউনিয়নের কৃতি সন্তান। তিনি এই এলাকার ভাঙ্গন রোধ করার জন্য ইমার্জেন্সি প্রজেক্ট জিও ব্যাগ নদীতে ফেলে ভাঙ্গন প্রতিরোধ করার চেষ্টা করেন।

কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় কম। এরই ধারাবাহিকতায় পার্শ্ববর্তী ইউনিয়ন এর মেম্বার ওবায়দুর উক্ত জিও ব্যাগ নিজের খুশিমতো নিজের বসবাসরত বাড়ি রক্ষা করার জন্য ফেলীতে থাকেন।

বিষয়টা নিয়ে এলাকাবাসী মানববন্ধন করে তাদের রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্যর দৃষ্টি আকর্ষণ করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য মঞ্জুর হোসেন বুলবুল নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে যান এবং সাংবাদিক ভাইয়েরা সেই মেম্বার ওবায়দুর এর মুখোমুখি হলে উক্ত মেম্বার টগরবন্দ ইউনিয়নের সিমানা নিয়ে মিথ্যাচার করেন।

যার কারণে অত্র এলাকাবাসী উক্ত বিষয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে মেম্বার ওবায়দুর কে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করার জন্য আহ্বান করেন।

ওবায়দুর মেম্বার বলেন, বাজড়া মসজিদ থেকে দশ হাত দক্ষিনে টগরবন্দ ইউনিয়ন শুরু এই বিষয়ে এলাকাবাসীদের কাছে জানতে চাইলে এলাকাবাসী বলেন টগরবন্দ ইউনিয়নের সিমানা হতদরিদ্র ভ্যান চালক হাসানের বাড়ি থেকে শুরু। এছাড়াও উক্ত মেম্বার ওবায়দুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান সাহেবের নামে মিথ্যাচার করেন।

তিনি বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেম্বার ওবায়দুর কে বারবার মুক্তিযোদ্ধা রহমান গাছির বাড়ি রক্ষা করার জন্য অনুরোধ করায় তিনি মেম্বার কিছু বস্তা সীমানার বাহিরে রহমান গাছির বাড়ি রক্ষা করার জন্য নদীতে ফেলেছেন।

এ প্রতিবেদনের সাথে কথা বলতে গিয়ে এলাকাবাসী জানতে চান একজন মেম্বার এই ধরনের জঘন্য তম কাজ করার অধিকার রাখেন কি? এছাড়াও এলাকার লক্ষ লক্ষ টাকা উত্তোলন করে পানি উন্নয়ন বোর্ড ও এমপি সাহেবের দোহাই দিয়ে তিনি আত্মসাৎ করেছেন বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য স্থানীয় প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।