১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জ উপজেলার ভীমখালী উচ্চ বিদ্যালয়ে টিফিন বক্স বিতরণ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০১৯
জামালগঞ্জ উপজেলার ভীমখালী উচ্চ বিদ্যালয়ে টিফিন বক্স বিতরণ

Sharing is caring!

কৌশিক তালুকদা,জামালগঞ্জ প্রতিনিধিঃ

শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনা বাংলাদেশ।বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনার সরকারের উদ্যোগে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়নের পাশাপাশি ছাত্রছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে স্কুল ফিডিং নীতিমালার আওতায় বিদ্যালয়ে মিড ডে মিল চালুকরণের লক্ষ্যে ভীমখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে নিজস্ব অর্থায়নে টিফিন বক্স বিতরণ করেন ভীমখালী ইউনিয়নের চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ দুলাল মিয়া।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মাওলানা মোঃ হাবিবুর রহমান ও সহকারী শিক্ষক (বিজ্ঞান) মোঃ মনির হোসেন।

শিক্ষার্থীরা টিফিন বক্স পাওয়ায় ও মিড ডে মিল চালু হবে শুনে তাদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বিদ্যালয়ে সংশ্লিষ্ট অনেকে মনে করছেন এতে করে আগের চেয়ে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক বাড়বে।