Sharing is caring!

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে বিপুল পরিমানের ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা। সোমবার বিকেলে নাচোল উপজেলার বেলগতি এলাকা থেকে ৫ হাজার ৭’শ ৯৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলা চেকটলার মৃত শামছুল হক’র ছেলে মোঃ কবির আলী(৩২) ও একই এলাকার মৃত এনতাজ আলীর ছেলে মোঃ আনারুল ইসলাম।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এর একটি আভিযানিক দল কর্তৃক বিকেলে পৌনে ৪টার দিকে নাচোল উপজেলার বেলগতি এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৭’শ ৯৫ পিস ইয়াবা, ৩ টি মোবাইল ফোন, ৬ টি সিম কার্ড , নগদ ১৬’শ টাকা ও ১ টি মটরসাইকেল সহ তাদের হাতেনাতে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মাদক নিয়ন্ত্রন আইনের ২০১৮ এর ৩৬ (১) সারণি ১০(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে ।