Sharing is caring!

অভিযোগ ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জে শারফিন টিলায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১ কোটি টাকার মূল্যের ১৩টি বোমা মেশিন এবং ১৫টি সেলো মেশিন ধ্বংস করা হয়েছে।
সোমবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানায়, সোমবার দুপুরে কোম্পানীগঞ্জের শারফিন টিলায় অবৈধ পাথর খেকোদের বিরুদ্ধে পুলিশ ও বিজিবির যৌথ সহায়তায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৩টি বোমা মেশিন ও ১৫টি সেলো মেশিন ধ্বংস করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন, পরিবেশ রক্ষায় আমাদের এই অভিযান অব্যহত থাকবে।
তিনি জানান, প্রায় ১ কোটি টাকা মূল্যের ১৩টি বোমা মেশিন, ১৫টি সেলো মেশিন ও ১ হাজার ফুট পাইপসহ ধ্বংস করা হয়।