২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কোম্পানীগঞ্জে কোটি টাকার বোমা মেশিন ধ্বংস করেছে প্রশাসন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০১৯
কোম্পানীগঞ্জে কোটি টাকার বোমা মেশিন ধ্বংস করেছে প্রশাসন

Sharing is caring!

অভিযোগ ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জে শারফিন টিলায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১ কোটি টাকার মূল্যের ১৩টি বোমা মেশিন এবং ১৫টি সেলো মেশিন ধ্বংস করা হয়েছে।

সোমবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্র জানায়, সোমবার দুপুরে কোম্পানীগঞ্জের শারফিন টিলায় অবৈধ পাথর খেকোদের বিরুদ্ধে পুলিশ ও বিজিবির যৌথ সহায়তায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৩টি বোমা মেশিন ও ১৫টি সেলো মেশিন ধ্বংস করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন, পরিবেশ রক্ষায় আমাদের এই অভিযান অব্যহত থাকবে।

তিনি জানান, প্রায় ১ কোটি টাকা মূল্যের ১৩টি বোমা মেশিন, ১৫টি সেলো মেশিন ও ১ হাজার ফুট পাইপসহ ধ্বংস করা হয়।