Sharing is caring!

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া শিউলি পেট্রোল পাম্প সংলগ্ন রহমানিয়া খাজা ম্যানসন ভবনের সামনে থেকে ৩,২০০ পিস ইয়াবাসহ আলী আকবর (৪২) নামের এক জনকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
জানা যায়, সোমবার ২৩ সেপ্টেম্বর রাত ২টায় অভিযান চালিয়ে বালুছড়া শিউলি পেট্রোল পাম্প সংলগ্ন রহমানিয়া খাজা ম্যানসন ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশী করে তার হেফাজতে থাকা ৩,২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, “সে দীর্ঘদিন থেকেই ইয়াবা ব্যবসায় জড়িত। তাছাড়া প্রতারণা করে মেয়ে দিয়ে ব্ল্যাকমেইল করে ইয়াবা দিয়ে ফাসিয়ে দিতো। এর পূর্বে সে দেহ ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী আকবর মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে”।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আলী আকবরের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।