Sharing is caring!

সানি আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
বাংলাদেশ বিমানের প্রধান ক্যাপ্টেন মৌলভীবাজার জেলার গিয়াস নগর এলাকার বাসিন্দা।
জানা যায়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ক্যাপ্টেন এর নাম আলেয়া মান্নান পিংকি, তিনি
মৌলভীবাজারের গিয়াসনগর এলাকার রনভীম গ্রামের লেফটেনেন্ট কর্ণেল মৃত এম. এ মান্নান ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর প্রথম ইংরেজী সংবাদ পাঠিকা, সাংবাদিক, ঢাকা লেডিস ক্লাবের দুই বারের সাবেক সভাপতি জাহানারা মান্নানের মেয়ে।
পিংকির চাচা বিশিষ্ট সমাজ সেবক যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটু ও সোনালী ব্যাংক মৌলভীবাজারের প্রধান শাখার সাবেক ব্যবস্থাপক এম. এ মজিদ।