Sharing is caring!

নাঈম উদ্দিন, পোরশা (নওগাঁ) প্রতিনিধি::
সততাই সর্বোৎকৃষ্ট পন্থা প্রতিপাদ্যের আলোকে পোরশা উপজেলার কড়িদহ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিকতা চর্চা গড়ে তুলতে সোমবার দুপুরে খাতা, কলম সহ বিভিন্ন খাবার সম্বলিত বিক্রেতাহীন “সততা স্টোর” নামে ওই স্টোরের উদ্বোধন করা হয়।
দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের বাস্তবায়নে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধক্ষ্য শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সোহরাব হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজেদ আলী মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, মশিদপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কাঞ্চন চন্দ্র দেবনাথ সহ শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।