২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

সাপাহারে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও হিরোইন সহ আটক-৪

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০১৯
সাপাহারে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও হিরোইন সহ আটক-৪

Sharing is caring!

সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে পৃথক দুটি অভিযানে ১ কেজি গাঁজা ও ৬ গ্রাম হিরোইন সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। 

থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে রবিবার রাত ১২ টার দিকে উপজেলার জবই ব্রিজের পশ্চিম পার্শ্ব থেকে ১ কেজি গাঁজা সহ উপজেলার আইহাই গ্রামের আকবর হোসেন এর ছেলে দোলোয়ার হোসেন (৩০) ও কাশিতাড়া গ্রামের আ: রাজ্জাকের ছেলে মাসুদ রানা (২৪) কে আটক করে।

অপরদিকে উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকার রাত আড়াইটার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে সদরের জয়পুর মসজিদ মার্কেটের সামনে থেকে ৬ গ্রাম হিরোইন সহ সদরের জয়পুর গ্রামের মৃত আলহাজ্ব মমতাজ আলীর ছেলে আজমির আলী (২৬) ও ধামুইরহাট উপজেলার দক্ষিন খন্ডা গ্রামের আইয়ুব আলীর ছেলে জুয়েল রানা (২২) কে আটক করে।

ওই রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দু’টি মামলা দায়ের করে সকালে তাদেরকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে। অল্প দিনের মধ্যেই সাপাহার উপজেলায় মাদক মুক্ত করা হবে বলেও ওসি আব্দুল হাই জানান।