Sharing is caring!

কে. এম. সুজন, টাংগাইল প্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুরে সমাজসেবা অধিদপ্তরের প্রদত্ত সেবা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ২৩ সেপ্টেম্বর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সৌরভ তালুকদার এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ শাহ আলম। জনাব আলম বলেন,প্রান্তিক জনগোষ্ঠীকে সমাজসেবা অধিদপ্তর প্রদত্ত বিভিন্ন ভাতার অাওতায় আনা হবে। সমাজসেবা অধিদপ্তর প্রতিবন্ধী,বয়স্ক,বিধবা ভাতা সহ নানাবিধ প্রদান করে থাকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক হাবিবুর রহমান খান,আওয়ামীলীগ নেতা জাকির তালুকদার, নাগরপুর মডেল প্রেসক্লাব সভাপতি কেএম সুজন, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা এবং বিভিন্ন ইউনিয়নের ভাতাভোগী সদস্যবৃন্দ।