১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির মত বিনিময় সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির মত বিনিময় সভা অনুষ্ঠিত

Sharing is caring!

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ানের বিভিন্ন পেশাজীবিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। রবিবার বিকেলে পোল্লাডাংগা কোম্পানীর আয়োজনে পোল্লাডাংগা কোম্পানীর নিজস্ব চত্বরে এ মতবিনিময় সভা হয়।

মতবিনিময় সভায় সীমান্ত অপরাধ, মাদক ও অস্ত্র চোরাচালান এবং নারী ও শিশু পাচার রোধে সকলকে শতর্ক থাকার আহ্বান জানান। মতবিনিময় সভার প্রধান অতিথি রহনপুর ৫৯ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক আজমুল হক বলেন, কোন অপরিচিত ব্যক্তিকে দেখতে পেলে তার পরিচয় সনাক্ত করে ভারত থেকে পুশ করার পরিচয় পেলে নিকটস্থ আইনশৃংখলা বাহীনির কাছে খবর দেয়ার পরামর্শ দেন। মাদক চোরাচালানি বন্ধ ও সেবনকারীদের বিরুদ্ধে সোচ্চার থেকে প্রতিহত করার আহবান জানান মতবিনিময় সভায়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পোল্লাডাংগা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইসমাইল হোসেন, সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল খালেক, সমাজসেবক সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা মেসের আলী ও ইউপি সদস্য মজিবুর রহমান মজনুসহ অন্যরা।