১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

হুমকিতে জাতীয় নিরাপত্তা : সীমান্ত দিয়ে ঢুকছে মিয়ানমারের সিম

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০১৯
হুমকিতে জাতীয় নিরাপত্তা : সীমান্ত দিয়ে ঢুকছে মিয়ানমারের সিম

Sharing is caring!

এইচ.এম.আমান, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা আশ্রয় শিবির এলাকায় বাংলাদেশি সিম ও মোবাইল বিক্রি বন্ধ করায় সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবাধে আসতে শুরু করেছে মিয়ানমারের সিম। এটিকে বাংলাদেশে বসবাস দীর্ঘায়িত করার নতুন কৌশল বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজ। রোহিঙ্গাদের এই সিম ব্যবহার বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ ব্যাপারে আইনগতব্যবস্থা নেয়া হবে বলে অভিযোগকে জানান জেলার পুলিশ সুপার। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ৩৪টি আশ্রয় শিবিরে অবস্থান করছে ১১ লাখের বেশি রোহিঙ্গা। যারা গত দু’বছর ধরে অবাধে ব্যবহার করেছে ৫ লাখের অধিক মোবাইল ও বাংলাদেশি বিভিন্ন অপারেটরের সিম। যা দিয়ে চালাচ্ছে নানা ধরনের অপপ্রচার।

কিন্তু সরকাসমম্প্রতি রোহিঙ্গাদের বাংলাদেশি বিভিন্ন অপারেটরের সিম ব্যবহার সীমিত করলে তারা এখন ভিন্ন কৌশল অবলম্বন করছে। সীমান্তের নানা পয়েন্ট দিয়ে অবৈধভাবে নিয়ে আসছে মিয়ানমারের সিম।

স্থানীয় একজন বলেন, আমরা তাদের মানবতা দেখিয়েছি, এখন সেটা হুমকি হয়ে গেছে। তারা সব ধরনের অপরাধে জড়িয়ে পড়েছে। তারা এখন
আমাদের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়র আরেকজন বলেন, বিদেশি যে প্রতিনিধিরা আসছেন, তারা যেন মিয়ানমারকে চাপ প্রয়োগ করে, যাতে করে প্রত্যাবাসন দ্রুত হয়।