এইচ, এম, আমান, কক্সবাজার:
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক-পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টেন্ডাবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা সাবধান হয়ে যাও। শেখ হাসিনার এ্যাকশন শুরু হয়ে গেছে। অপকর্ম ও অপরাধ করে কেউ ছাড় পাবেনা। সে যত বড় প্রভাবশালী হোক না কেন। দলের ভাবমূর্তি রক্ষা করার জন্য আগাছা-পরগাছা পরিষ্কার করা হবে। শুধু ঢাকা নয়, সারাদেশে শুদ্ধি অভিযান চলবে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে পর্যটন গলফ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। মানবতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। সেসময় অন্যরা শুধু ফটোসেশন করেছে। বর্তমানে রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি শুরু করেছে বিএনপি। তারা আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন তাদের নেতা লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা রোহিঙ্গাদের উস্কে দিতে চায়। বিএনপি বিদেশীদের রোহিঙ্গাদের নিয়ে কিছু বলেনি। উল্টো দেশের বিরুদ্ধে বিষাদগার করেছে।
মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য সর্বত্র সংকট সৃষ্টি হয়েছে। কক্সবাজারসহ উখিয়া-টেকনাফের মানুষ কষ্টে আছে। আজ বিশে^র দীর্ঘ সমুদ্র সৈকত বিপন্ন। হুমকীর মুখে ট্যুরিজম। নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন। কিন্তু হতাশ হবেন না, যে কোন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সাথে আছে থাকবে। তিনি অসুস্থতা নিয়েও জাতিসংঘে গেছেন। রোহিঙ্গাদের বিষয়ে কথা বলতে।
জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশে বিশেষ বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া।
এসময় উপস্থিত ছিলেন সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, সাবেক সাংসদ আবদুর রহমান বদি, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলসহ উপজেলা ও বিভিন্ন ওয়ার্ডের বিপুল নেতাকর্মী।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.