বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে সেতাবগঞ্জ কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে কলম ও মাস্ক এবং অভিভাবকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সেতাবগঞ্জ কামিল মাদ্রাসা শাখার সেক্রেটারি লাইসুর লাবিবের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্রনেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীরা এবং অভিভাবকগণ। লাইসুর লাবিব বলেন, “পরীক্ষার সময় শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও মনোবল জোগাতে এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাকেন্দ্রে অংশ নিতে আমরা এ উদ্যোগ নিয়েছি। ছাত্রশিবির সবসময় শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে অঙ্গীকারবদ্ধ।” এই উদ্যোগে অভিভাবক ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেন এবং ছাত্রশিবিরের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.