মোঃ ইকবাল মোরশেদ
স্টাফ রিপোটার।
আজ ঢাকা রাজধানীর শেওড়াপাড়ায় এলাকায় দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, নিহতদের নাম ও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তবে, তাদের বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। আজ শুক্রবার, ৯ মে ২০২৫ তারিখে রাত পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ কমিশনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর মডেল থানার আওতাধীন পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণি এলাকায় এই দুজনের মরদেহ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধারালো অস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করা হয়েছে। মরদেহ দুটির সুরতহাল তৈরি করা হয়েছে এবং হত্যার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহের জন্য সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে মিরপুর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.