গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ রাজিবপুর ডাঙ্গিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ছাদ ঢালাইয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদার সাইফুল ইসলাম (সুজা) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের, সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে।
এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শেখ ফরিদ অতিরিক্ত প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রংপুর বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজিবপুর ডাঙ্গিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাইফুল ব্রাদার্সের সত্তাধিকারী খন্দকার সাইফুল ইসলাম (সুজা) বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির কাউকে না জানিয়ে গত ১৮ এপ্রিল ২০২৫ ইং তারিখ শুক্রবার ছাদ ঢালাইয়ের কাজ করেন। উক্ত ঢালাইয়ে পাথরের পরিবর্তে নিম্নমানের খোয়া ও সিডিউল অনুযায়ী রডের ব্যবহার না করে ঢালাই সম্পর্ন করেছেন। লিখিত অভিযোগে আরও জানা গেছে কতৃপক্ষকে না জানিয়ে এবং ছাদ ঢালাইয়ে নিম্নমানের সামগ্রীর ব্যবহার বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের, সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলীকে মৌখিক ভাবে জানানোর পরও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই।
ঠিকাদার খন্দকার সাইফুল ইসলাম কতৃক ছাদ ঢালাইয়ের কাজে অনিয়ম ও উপজেলা প্রকৌশলীর নীরবতার প্রতিকার চেয়ে গত ৪ মে ২০২৫ ইং তারিখে অতিরিক্ত প্রধান প্রকৌশলী, রংপুর বরাবর লিখিত অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ। অপরদিকে স্থানীয় একাধিক ব্যক্তির সাথে বিষয়টি নিয়ে কথা হলে তারা তাদের নাম না প্রকাশ শর্তে বলেন, বিদ্যালয়ের ভবন নির্মাণের শুরু থেকেই ঠিকাদার সাইফুল ইসলাম নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ নানান অনিয়ম করে আসছে। এবং ঠিকাদারের অনিয়মকে সমর্থন দিয়ে যাচ্ছেন উপজেলা প্রকৌশলী। তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের সঙ্গে কথা বলার জন্য ফোন দেওয়া হলেও ফোন রিসিভ করেন নাই।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.