Sharing is caring!

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে গলায় উড়না পেচিয়ে গাছের ডালে ঝুুলে আত্মহত্যা করেছে মোছাঃ রুনা (৩০) নামে এক গৃহবধূ।
রোববার (১সেপ্টেম্বর) ভোরে এ আত্মহত্যার ঘটনাটি ঘটতে পারে বলে জনান এলাকাবাসী। রুনা উপজেলার সালুয়া ইউনিয়নের চর কামালপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী ও ফরিদপুর ইউনিয়নের খিদিরপুর গ্রামের মৃত তাহের উদ্দিনের মেয়ে। কুলিয়ারচর থানা পুলিশ আত্মহত্যার সংবাদ পেয়ে রোববার সকালে ঘটনা স্থলে গিয়ে গৃহবধূ রুনার মরদেহ উদ্ধার করে লাশের সুরত হাল রিপোর্ট তৈয়ারী করে ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
জানা যায়, কয়েক দিন আগে টাকা পয়সা নিয়ে ঝগড়া করে স্বামী দেলোয়ার হোসেন স্ত্রী রুনাকে মারধোর করে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। দুদিন আগে দেলোয়ার হোসেনের বাড়ির লোক রুনাকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে আসে। শনিবার (১সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশে একটি পেয়ারা গাছে গলায় উড়না পেচানো অস্থায় রুনাকে ঝুলে থাকতে দেখে রুনার স্বামীর বাড়ির লোকজন পেয়ারা গাছ থেকে রুনার মৃতদেহ নামিয়ে পুলিশকে খবর দেয়।
দুই ছেলে সন্তানের জননী রুনার বাবার বাড়ির লোকজনের দাবী স্বামীর বাড়ীর অত্যাচার সইতে না পেরে রুনা আত্মহত্যা করতে পারে। অথবা স্বামীর বাড়ির লোকজন তাকে খুন করে গাছে ঝুলিয়ে রাখতে পারে।
স্বামীর বাড়ির লোকজন বলেন, রুনা বিভিন্ন এনজিও থেকে সুধে টাকা এনে দিতে না পরায় দুঃখে
আত্মহত্যা কেরেছে।
তদন্তকারি কর্মকর্তা কুলিয়ারচর থানার এস আই মোঃ নয়ন মিয়া বলেন, প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা। লাশের ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছেনা। বিষয়টি তদন্তাধীন রয়েছে।