১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ভোলা লালমোহনে স্টুডেন্টস্ কমিউনিটি পুলিশিং সভা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০১৯
ভোলা লালমোহনে স্টুডেন্টস্ কমিউনিটি পুলিশিং সভা

Sharing is caring!

 

বিশেষ প্রতিনিধি :
ভোলার লালমোহনে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, জুয়া ও সাইবার ক্রাইমসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্টুডেন্টস্ কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার গজারিয়া গার্লস স্কুল এ্যান্ড কলেজে এ অনুষ্ঠিত সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান।
গজারিয়া গার্লস স্কুল এ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আনোয়ারুল ইসলাম রিপনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর এবং অধ্যক্ষ এমদাদুল হক সেলিমসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।