৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নওগাঁর আত্রাইয়ে মেসার্স গীতাঞ্জলি ট্রের্ডাস এর হালখাতা।

প্রকাশিত জুন ৭, ২০২৪
নওগাঁর আত্রাইয়ে মেসার্স গীতাঞ্জলি ট্রের্ডাস এর হালখাতা।

Sharing is caring!

কামাল উদ্দিন টগরঃ-

নওগাঁর আত্রাইয়ে মেসার্স গীতাঞ্জলি ট্রেডার্স এর হালখাতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে(৬জুন)২৪ইং বাংলা ২৩ জ্যোষ্ঠ বৃহস্পতিবার সাহেবগঞ্জ বাজার,স্লইজগেট মের্সাস গীতাঞ্জলি ট্রেডাস এ প্রোঃ শ্রী রনজিৎ কুমার পাল সাধন হালখাতা অনুষ্ঠানে বলেন, হালখাতা হলো বছরের প্রথম দিনে দোকান-পাটের হিসাব আনুষ্ঠানিক ভাবে হাল নাগাদ করার প্রক্রিয়া। বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা-পাওনা হিসাব সমন্বয় করে এদিনে হিসাবের নতুন খাতা খোলেন।এজন্য খদ্দেরদের বিনীত ভাবে পাওনা শোধ করার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।শুভ হালখাতার কাড-এর মাধ্যমেঐ বিশেষ দিনে দোকানে আসার নিমনন্ত্রণ জানানো হয়। এই উপলক্ষে নববর্ষেরদিন ব্যবসায়ীরা তাদের খদ্দেরদের মিষ্টিমূখ করান। খদ্দেররাও তাদের সামর্থ অনুযায়ী পুরোনো দেনা শোধ করে দেন।।হালখাতার মাধ্যমে ক্রেতা- বিক্রেতার মাঝে সৌহাদপূর্ণ সম্পকের সেতু বন্ধন তৈরি হয়।