২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি

নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন।

প্রকাশিত মে ১৬, ২০২৪
নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন।

Sharing is caring!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রাম এলএসডিতে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাজেদুল ইসলাম, নন্দীগ্রাম এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আলমগীর, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও নন্দীগ্রাম উপজেলা চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।

এবার নন্দীগ্রাম উপজেলায় কৃযকদের নিকট থেকে ৩২ টাকা কেজি দরে ১২২৬ মেট্রিক টন বোরো ধান ও চাল কল মালিকদের নিকট থেকে ৪৫ টাকা কেজি দরে ১৯৮৫ মেট্রিক টন চাল ক্রয় করা হচ্ছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত নন্দীগ্রাম উপজেলায় ধান ও চাল সংগ্রহ করা হবে।