২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি

চাটখিল শিশু হাসপাতাল স্থান পরিবর্তন উপলক্ষ্যে আলোচনা সভা

প্রকাশিত আগস্ট ১, ২০২৩
চাটখিল শিশু হাসপাতাল স্থান পরিবর্তন উপলক্ষ্যে আলোচনা সভা

Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:চাটখিল শিশু হাসপাতাল স্থান পরিবর্তন উপলক্ষ্যে মঙ্গলবার সকালে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। চাটখিল-হালিমা দিঘীরপাড় সড়কের পাশে হাসপাতালের নিজস্ব ভবনে চাটখিল শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ শাহাদাত হোসেন রতনের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বেসরকারি হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডাঃ এম.এ নোমান। বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক বজলুল রহমান লিটন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্র্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন হাসপাতালের মালিকগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ । সভায় ইসলামিক দৃষ্টিকোণে চিকিৎসা সেবা প্রদানের উপর আলোচনা করেন মুফতি খলিলুর রহমান।
সভা পরিচালনা করেন চাটখিল উপজেলা বেসরকারি হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ রহমত উল্যাহ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ এম.এ নোমান চাটখিল শিশু হাসপাতাল দীর্ঘদিন ধরে সুনামের সাথে স্বাস্থ্য সেবা প্রদান করায় ডাঃ শাহাদাত হোসেন রতন কে ধন্যবাদ জানিয়ে বলেন এই ধারা অব্যাহত রাখতে হবে। উল্লেখ্য চাটখিল শিশু হাসপাতালটি চাটখিল বাজারে (পাল্লা রোডে) একটি ভাড়া ভবনে চিকিৎসা সেবা প্রদান করে আসছিলো।

সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামেয়া ওসমানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউসুফ।