Sharing is caring!

শাহ্ মোঃ রেজাউল ইসলাম
সাভার উপজেলা প্রতিনিধি।
মঙ্গলবার ( ২০/০৮/২০১৯) সকাল ৭টা থেকে, ঢাকা,সাভার, হেমায়েতপুর পোশাক শিল্প এলাকায়।
গ্রাম থেকে কর্মসন্ধানে ছুটে আসা, হাজার ও বেকার ছেলে ও মেয়ে সহ, বিভিন্ন শ্রেণির মানুষ।
গার্মেন্টস কারখানার গেইটে দাঁড়িয়ে আছে, হাজার ও বেকার যুবক যুবতী সহ মধ্যে বয়সীরা।
অর্থিক সচ্ছলতা না থাকায়, অভাব অনাটন, দিন কেটে যাচ্ছে রহিমা বেগম এর।
উত্তর বঙ্গ সহ বাংলাদেশের, বিভিন্ন জেলা থেকে ছুটে আসছে, চাকুরি জন্য।
গার্মেন্টস কারখানার শ্রমিক নিয়োগের নিয়ম নিয়তি তে! ১৮ বছর কম বয়সী শিশু শ্রমিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
SSC,HSC, MSC ডিগ্রি নিয়ে, দাঁড়িয়ে রয়েছে, হাজার যুবক! চাকরি টা খুবই গুরুত্বপূর্ণ।
বেকারত্ব অভিশাপের থেকে মুক্তি চায়, রবিন, রফিক,রহিমা, সুলতানা, সহ হাজার বেকার মানুষ।
সকলের যেন একটাই চাওয়া আমার চাকরি টা খুবই প্রয়োজন।