১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি কর্তৃক ২৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি কর্তৃক ২৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার

Sharing is caring!

 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার ভোরে ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবি সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়কের পাঠানো প্রেসনোটে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের সীমান্তবর্তী কামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে কতিপয় মাদক ব্যবসায়ী বাংলাদেশের অভ্যন্তরে চোরাইপথে মাদকদ্রব্য প্রবেশের চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার আনুমানিক ভোর সাড়ে ৫ টার দিকে অত্র ব্যাটালিয়নের অধিনস্থ কামালপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৮৭/১৭-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামালপুর গ্রামে অভিযান চালায়। ভারতের দিক থেকে কয়েকজন চোরাকারবারী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাষ্টিক ব্যাগ হতে ২৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়া হয়েছে।